আজ কনের সাজে তুমি,পরনে লাল বেনারসী
মনে বসন্তের সুগন্ধির আবেগ,যেন পূর্ণ কলা শশী।
কপালে সিঁদুর,হাতে কঙ্কণ,মুখে লাজুক মাখা হাসি
২৫ই অগ্রহায়ণ গোধূলি বেলায়,বাজলো সুখের বাঁশি ।
কাঁপা ঠোঁটে মন্ত্রের উচ্চারণ,যেন স্মৃতিকে জ্বালিয়ে দেয়
হোমের আহুতি মৃত পাখির বুকে,শরীর দগ্ধের ন্যায় ।
ভাঙলে হৃদয়,ভাঙলে পঁজর, উড়িয়ে মনের পাখি
মিছে বছর অপেক্ষাতে,কারে এখন ডাকি————
ওরে সময় আমার ত্বরে,একটু ধিরে চললি না
তোর মনেতে ছিলাম আমি,সেটাও কেন বুঝলি না।
বুঝবি হয়তো সন্ধ্যাবেলায়,বিদায় পাখির উড়ন মেলায়
পাবি কি তখন আমায় খুঁজে,কাঁদিস যতই চক্ষু বুজে
মনের ঘরে আলোর খেলা,চারিদিকে মুগ্ধ  বিদায় বেলা।
তবে কাঁদলে কেন তুমি ? ভিজলো চোখের কাজল
হৃদয়ভঙ্গ মেঘটা আমায়, কাঁদায় ছলছল।