তোমার ঐ হাতে আঁকা লাল মেহেন্দি,আমার স্বপনে
কবে চলে গেলে জানি না,একাই চলে গেলে গোপনে।
লাল মেহেন্দিতো নয়,যেন ভালোবাসার মুক্ত প্রবাহে  
ঝরে গিয়ে রাঙিয়ে তুলেছে তোমায়,কোনো অভিপ্রায়ে।
আমি একা বসে ভাবি,দেশ বিদেশের প্রান্তরে,শূন্য মনে
কবে যে পাব পরিত্রাণ,চারিদিকে তোমারই ঘ্রাণ,মন্ বনে।
নাম না জানা এই সাজানো বিদেশী বাগানে,তোমার গন্ধে
সূর্য ডুবেছে পাটে,কলো মেঘেরা হাঁটে,বইছে বাতাস মৃদু মন্দে।
শাঁখা পলার সাথে,নতুন পথে চলা,অনেক কিছু হয়নি বলা
সৃজনকারিণী মনের কষ্ট,থাক তবে আজ তোলা।
তোমার হাতের দশটা আঙুল, যেন পৃথিবীর দশ দিক
পরান ভরিয়া সুখে থেকো,আপাঙ্গে মোর জলের চিকচিক ।
বেদনার ঝর্ণাধারা,বয়ে চলে অবিচল অবিরত দুঃখের সাগরে
একা একা বেশ আছি,একাই ভবঘুরে,সারা জীবন জুড়ে।
মেহেন্দির নকশা গুলি কাঁদায় আমায় সারাক্ষণ
জীবন পথে জমেছে শুধু ,দুঃখ সুখের ঘন বন।