ভালোবাসা কারে কয়?তুমি কি তা জান না ?
তুমি ভালোবাসার মানে বোঝ্ না।
জীবনের কড়াঘাতে,চলছে সময় বেসামাল
অবিরত পথ চলা,কে জানে তার হালচাল।
নতুন পথের পথিক তুমি,সুখেই আত্মহারা
গুমরে মরে স্মৃতি গুলো,পড়ছে সদাই মারা।
চেয়েছি কি তোমার কাছে,অমূল্য ধনরতন?
চেয়েছি তোমায় শুধুই,দিলেনা কেন মন?
ভালোবাসা কারে কয়?তুমি কি তা জান না ?
তুমি ভালোবাসার মানে বোঝ্ না।
ভালোবাসার মানে হল্,সুখ দুঃখের বাটোয়ারা
এক মুহূর্ত বাঁচেনা প্রান তোমার পরশ  ছাড়া।
এক পটে দু কাপ কফি, তোমাতে আমাতে
সুখের সাথে হয়তো পারতে, এক চুমুকেতে।
হয়তো হতো ঘরটা ছোটো,রান্না ঘরে মাটি
সুখে সদাই রইতে তুমি,আর থাকতে পরিপাটি ।
ভালোবাসা কারে কয়?তুমি কি তা জান না?
তুমি ভালোবাসার মানে বোঝ্ না।
মনে পড়ে,কথা দিয়েছিলে!কভু যাবেনা ছেড়ে
জেনে ছিলাম মনের কথা,সেই চিঠিখানি কেড়ে।
সেই রাঙামাটির রাস্তাও,হয়েছে এখন কালো
বদলেছে সভ্যতা,হয়তো তুমি বেশ আছ ভালো ।
সেই গ্রামের কলে,জলতো আসে,আগেরই মতো
শুধু তুমি নেই ! অন্য রমণী আসে কতোশতো।
ভালোবাসা কারে কয়?তুমি কি তা জান না?
তুমি ভালোবাসার মানে বোঝ্ না।
পনের বছর ধরে যেন, তোমার প্রেমের মোহে বন্দী
পর হয়েছ আপন মনে,এবার হয়তো হবে সন্ধি ।
তোমার চলে যাওয়া, আমার দুঃখের কারন নয়
যেখানে থাকনা,আছতো সুখে?তাই ভয় হয়।
আমি তোমার পাগল প্রেমি,দেবার কিছুই নাই
শেষ বেলাতে তোমায় আমি,একটু দেখতে চাই।
ভালোবাসা কারে কয়?তুমি কি তা জান না?
তুমি ভালোবাসার মানে বোঝ্ না।
হাতে হাত রেখে সেই চলার পথে,তোমার গন্ধ
আজও ঐ পথের বাতাসে,একই সুভাষ মৃদুমন্দ ।
কিছুই ভুলিনি আমি হেথা,ভুলেছ তুমি সবই
কথা দিয়ে রাখনি কথা,ছিঁড়েছ আমার ছবি।
জিতেছি আমি,হেরেছ তুমি,তুমি অধঃগামী
তোমার কথা রাখতে গিয়ে,আমি অসংযমী।
ভালোবাসা কারে কয়?তুমি কি তা জান না?
তুমি ভালোবাসার মানে বোঝ্ না।