ও মণিরে তোকে ছাড়া, কিভাবে বাঁচি বল?
তুই যে আমার রাতের তারা,বাঁচবো না তোকে ছাড়া
তুই ছাড়া মেঘলা মনে,আসে নাকো জল
তোকে ছাড়া, কিভাবে বাঁচি বল?
পাঁজর ভাঙা বুকটা নিয়ে,চলে গেলি দু:খ দিয়ে
কেমন আছি,কিভাবে আছি,নিলি নাতো খোঁজ
তবু আমি কেঁদে মরি,নিস্ফল চোখে রোজ।
তোর আঁচলে মুখটি ঢেকে,বড়ই আরাম লাগে
তোর স্মৃতিতে এ মন আমার, ছেয়ে গেছে দাগে।
হৃদয় ভাঙা পাখির চোখে,শুধুই এখন জল
তোকে ছাড়া, কিভাবে বাঁচি বল?
আমার মনের গাছ,নেই তার কিছুই আজ
নাইকো তাতে ফুল,সবই আমার ভুল
ঝরে গেছে পাতা,ভরেছে দুঃখের খাতা।
তোমার জন্য এখন এ মন,শুধুই এলোমেলো
শুধু তোরে ভালোবেসে,এই মন কি পেলো?
হৃদমাঝারে মনটা আমার,কাঁদে ছলছল
তোকে ছাড়া, কিভাবে বাঁচি বল?
ভেবে ছিলাম ভালোবেসে,পাবো হয়তো সুখ
তবে কেন জীবন ভরে, অচেনা সেই দুঃখ।
ডানা কাটা প্রাণ পাখিটা,উড়তে চায় যে রোজ
ঝরে যাওয়া ফুলের ব্যথা,একটু তবে বোঝ।
তুই যে আমার রোদের ছাতা,বাদলা দিনের জল
তোকে ছাড়া, কিভাবে বাঁচি বল?                                                                         চোখ বুজে ভাবলে তোকে,সূর্য যেন ওঠে
কল্পনার ছায়াতলে,একটু শিহরন জোটে।
আজও ঐ ওড়না খানি,বাতাসের বুকে
একই সুভাষ ছেয়ে যায়,আমার নাকে মুখে।
পর হয়েছ তবুও যেন,ভুলিনি তোমার শকল
তোকে ছাড়া, কিভাবে বাঁচি বল?