বন্ধু আমার বিদেশী,বিদেশে কাজ করে,
বছরের খুব কম সময়,কটায় বুঝি ঘরে।
নতুন বধূর কাটেনা সময়,মনে বড়ো ব্যথা,
কার সাথে কাটাবে সময়,বলবে কিবা কথা?
সূর্য ডোবে দিন কেটে যায়,বর্ষা এলো শেষে,
স্বামী তার বিদেশে আছে,তাকে ভালোবেসে।
তবু ভোরে স্বপ্ন দেখে তারা,সূর্য ওঠার আগে,
নতুন পৃথিবী একা নিদ্রায়,না ঘুমিয়ে জাগে।
সবাই খুশি,গর্বে সবার বুক,ছেলেটা আমার,
সবাই কে সুখী করতে হবে,সময় নাই থামার।
নিজ্ সুখ কবেই গিয়েছে চলে,বদ্ধ কারাগারে,
সুখের পাখি আছে কি সুখে,ডাকে বারে বারে।
দূরে বহু দূরে ডাকে যে সময়,এবার ফিরে যা,
কাটাবি কতো কাল,একা বসে,ঘরে ভাবে মা।
হয়তো আছে বড়ো বাড়ি-গাড়ি,আছে টাকা,
তুমি কি জান্?তুমি বিনা সবার জীবন ফাঁকা।
আমি বুঝি তোমার কষ্ট,দুখের মেলার মাঝে,
দু:খ কাঁদে আজ গোপনে,কাটে কাজে কাজে।