স্বপ্নে আমার রাতের তারা,মিটি মিটি করে চায়,
স্বপ্নে আমি তোমায় দেখি,স্বপ্নেতে গান গাই।
স্বপ্ন আমার তোমার দু:খে,চিরসাথী হয়ে থাকি,
স্বপ্ন আমার স্বপ্নে কাঁদে,সঙ্কীর্ণমনা সুখপাখি।
না ঘুমালেও স্বপ্ন আসে,কল্পীত কাননে,
ঘুমিয়ে থাকার অপরাধটা,কাটছে মননে।
তোমার স্বপ্ন,আমার করে ভেঙেছি আমি স্বপ্ন,
স্বপ্ন ভাঙার যন্ত্রণাতে,সদাই স্বপ্নে মগ্ন।
স্বপ্ন দেখে দুটি হৃদয়,জীবন পথে বেসামাল,
দু:খ, সুখের অপরাধী,হয়ত রবে চিরকাল।
স্বপ্ন গোড়ার আনন্দেতে,ঘুম ধরেনা আজ রাতে,
না ঘুমালে স্বপ্ন এসে,বলবে কথা কার সাথে?
স্বপ্নে দেখা কষ্ট গুলো,স্বপ্নে থাকুকনা,
তোমার স্বপ্ন আমার কাছে,মিথ্যা হবে না।
স্বপ্ন দেখে গরিব চাষী,সোনার ফসল ওঠেরে,
ক্ষুধা এসে ঘুম ভাঙালে,পেটের ভাতকি জটেরে!
গোলা আছে,ধান নাই,আছে রাজ্যের স্বপ্ন,
আজকে দেখি তাদের শিশু,বসে রাস্তায় নগ্ন।
শ্রমিক গুলো স্বপ্ন দেখে,বাড়বে বেতন এ মাসে,
চাকরী গেলে পাগলা দাসু,রবে কি আর তার পাশে।
স্বপ্ন যেন অন্ধকানাই,রাত্রি কিবা দিনেতে,
কান থেকেও স্বপ্নের গান,পায়না কেন শুনিতে।
স্বপ্ন ভরা নীলাকাশে,কালো মেঘের হাততালি,
স্বপ্ন পূরণ করতে গিয়ে,পকেট দেখি হয় খালি।
স্বপ্ন এবার স্বপ্নে থাকুক,চোখ বোঝালে অন্ধ,
স্বপ্নকে দেখি ধরতে গিয়ে,সবই দরজা বন্ধ।
স্বপ্ন কাঁদায় স্বপ্ন হাসায়,স্বপ্নের এই খেলারে,
দিন বদলের রঙিন স্বপ্নে,যায় যে চলে বেলারে।