জানি ভুলে গেছ,তুমি আমাকে
কখনো বাসিনিভালো,আমি তোমাকে।
তুমি ধিরে ধিরে মন যে ছুঁলে,মালঞ্চ ভরিয়ে দিলে
গুনগুন ভ্রমরী এসেছে ফুলে, এ মন রাঙিয়ে দিলে।
আগে তো বুঝিনি আমি,ছেড়ে যাবে আমায় তুমি
তবু মনে পড়ে সেই সব,দিনের কথা
ভাবলেই বেড়ে যায়,মনের ব্যথা।
জানি ভুলে গেছ,তুমি আমাকে
কখনো বাসিনিভালো,আমি তোমাকে ।
অন্ধ মনে যখন প্রদীপ জ্বলে,তোমাই কথা বলে
চন্দ্র বিহীন জছনা রাতে,তারারা পথ চলে।
আনকো আলোয় মেঘের ভেলা,করছে খেলা
শুধু তুমি নেই আজ,নিশিত রাতে
বুক ভরা হাহাকার আমারই সাথে।
জানি ভুলে গেছ,তুমি আমাকে
কখনো বাসিনিভালো,আমি তোমাকে।
কাঁচা মনের মাটি,হয়তো থাকতো পরিপাটি
এখন চোখে চসমা পরি, হাতে সদায় লাঠি ।
যৌবনকাল গড়িয়েছে,বৃদ্ধকাল পড়িয়াছে,
আশায় আশায় দিন কেটে যায়
বৃদ্ধ বীণার তার ছিড়ে যায়।
জানি ভুলে গেছ,তুমি আমাকে
কখনো বাসিনিভালো,আমি তোমাকে।
আকাশ তখন রাঙতো রঙে,সবুজ সদায় কুঞ্জবনে।
মনের ঘরে গায়তো পাখি,কিছুই নেই এখন বাকি।  
রইল খাঁচা খালি পড়ে,কাঁদে এ মন তোর ত্বরে
মরচে পড়া খাঁচা খানি
ফিরবে না সে,আমি জানি।
জানি ভুলে গেছ,তুমি আমাকে
কখনো বাসিনিভালো আমি তোমাকে ।
মিথ্যা প্রেমে কখন বেসছি ভালো,এখন সবই কালো
মিথ্যা প্রেমে হেরে গেছি আমি,তুমি ছিলে খুব দামি ।
প্রেমের পথিক হয়েছে অন্ধ
চারিদিকে  এখন স্মৃতির গন্ধ।
জানি ভুলে গেছ,তুমি আমাকে
কখনো বাসিনিভালো,আমি তোমাকে।