চাঁদের আলো বৃষ্টি হয়ে,ঝরায় আমার মন,
সোশ্যাল মিডিয়া অনলাইনে,সাথে সারাক্ষণ।
প্রেমিকা থাকে প্রোফাইলে,রঙবে রঙের ছবি,
স্টাইল মেরে প্রফাইলে,পোষ্ট করেছে কবি।
লাইক করো,কমেন্ট করো,বাধা নেই তাতে,
মুখ দেখানো লাভ লেটার,শুধু ফোনের সাথে।
প্রেমের চিঠি আর লেখেনা,অভাগা পোষ্টকার্ড,
ম্যাসেজ গুলি ইনবক্সে,জমছে বারংবার।
ইচ্ছা হলে ডিলিট করো,নাইতো তাতে ক্ষতি,
কমছে দেখি সবার মনে,কাগজ পেনের গতি।
সবার মাথা নিচু,ব্যস্ত ফোনে সব জনগণ,
ইউটুব হাসায়,তার প্রেমতে,সবার মনরঞ্জন।
টিকটক আর ফেসবুকেতে,ইচ্ছে মতো হাসো,
আই এম ও,আর ওয়াটসপ,কারে ভালোবাস্?
ইচ্ছা হলেই ভিডিও কলিং,সত্যিকারের ছবি,
লাইক পেজে লাইক দিও,মন ভরেনা রবি।
অন লাইনে হচ্ছে দেখি,সবই বেচাকেনা,
চেনা মুখ পর হয়েছে,যেন সবাই অচেনা।
বই কেনেনা ছাত্র আজি,আছে গুগোল বাবা,
অনলাইনে খাবার কেনায়,কাঁদছে বসে ধাবা।
অটো আর রিকশা দেখি,ভিক্ষা করে মাঠে,
ফোন করলেই ওলা গাড়ি,সুখেই দিনকাটে।
সবুজ অনুভূতি,কান্না হাসি,লুকাচুরির বায়না,
ফেসবুকেতে হয়তো,দেখতে পাওয়া যায় না।
সেই খোলা হাওয়ায়,আমি মনকে বলি সারাক্ষণ,
সব ভুলে যা কিছুক্ষণ,কেন বন্ধ ঘরে দুনয়ন?
আঁকড়ে আছি নেট দুনিয়ার,মারন রোগে জব্দ,
ম্যাসেজ এলে পোষ্টমাস্টর,করেনা কোনো শব্দ।
করোনাও আজ অনলাইনে,সবাই ঘরে বন্ধ,
নিজের টেটাস নিজেই লিখি,বলছে ভালোমন্দ।
সোশ্যাল মিডিয়া আপন করে,রিচার্জ করতে কষ্ট,
সময় যেন আর যায়না,হয়েছে মাথা নষ্ট।
হাতে তার ফোন,বাচ্চা দেখি ভুলেছে খেলা,
অপেক্ষায়,আমার একলা মাঠে হলো বেলা,
সুখেই ছিলাম অনলাইনে,মিথ্যা প্রেমের গন্ধে,
সবাই দেখি কমেন্ট করে,নতুন লেখার ছন্দে।