যত অভিমান,রাগ,সব তার কাছে,সে বোঝে,
মনের আঙিনায়,যতটা ভালবাসা সব তারই,
জীবনের অনেকটা সময়কাল,তাকে দিয়েছি।
তাকে সুখী করার জন্য,হয়েছি তার প্রেমিক,
স্ত্রী মানে একটু বেশি খেয়াল রাখা,আবেগে,
সম্পর্ক যতটা তেতো,ততটাই মিষ্টি প্রেমময়।
তাকেই ভালবাস,যে তোমাকে বেশি ভালবাসে,
সে যে আমার স্বপ্ন,যে স্বপ্নে আমি তাকে দেখি,
কখনো অভিমান ভরা মন,কখনত্ত হাসি মুখ।
অনেক বার কাঁদতেও দেখেছি,কোনো কারণে,
তাকে আমি কোনো দিন,কাঁদাতে চাইনি,তবুত্ত!
মাঝে মাঝে মনের কোমল হৃদয়ে,বর্ষা নামে।
যার জন্য দায়ী আমি,কিন্তু তার ভালোর জন্য,
সে তো আমার পর নয়,ঘনিষ্ঠ মনের স্বাদ,
এই ছোট্ট জীবনের,কতোটা সময়ই বা দেবো!
যতটা পারি মান অভিমানেই,ব্যক্ত করে ফেলি।
তার ইচ্ছা গুলো আমারও ইচ্ছা,সব দিতে চাই,
তার স্বাধীনতাতে,আমার স্বাধীনতা খুজে পাই,
তার সফলতা গুলো,আমার নিজের সফলতা।
তার পাস-ফেল যেন ,আমার মনের প্রতিবিম্ব,
শুধু তাই নয়,তার আরশীতে,আমি মুখ দেখি,
ঝিরি ঝিরি মনের আকাশে,তার স্বপ্ন বয়ে চলে,
মনে হয় সব ধরে রাখি,এই আবেগী ছেঁড়া মনে।
যখন দেখি দু:খরা বাসা বাঁধে,ভেঙে দিই তারে,
বাগানের গোলাপ গুলো,তারই জন্য ফোঁটে কি?
মনে হয় তাই,এই সব ভালবাসার প্রকাশ নয় কি?
ভালোবাসা আর ভালোলাগা,আনেকটা আলাদা,
ভালোলাগা ক্ষণস্থায়ী,আর ভালবাসা চিরস্থায়ী,
ভালোলাগা চোখের ইচ্ছা,ভালবাসাতো মনের।
তাকে আমি ভালবাসি,কি কারনে জানি না!!!
মনের কোঠরে ভাইরাসের মতো,আটকে গেছে,
যে ভাইরাস সর্বদা,ভালোবাসায় ভরিয়ে রাখে,
যতদিন বাঁচিবে এই প্রাণ,তুমি সাথে থাকবে তো?
তোমার অন্তরালে,কবেই এেঁকেছি তোমার ছবি,
সে ছবি রং তুলিতে নয়,ভালোবাসার কলমে,
যে ভালোবাসা দেখানো যায় না,বুঝে নিতে হয়,
কখনো চোখের জলে,বা কখনো হাসির ছলে।