টাকা ছাড়া এই দুনিয়ায়,আর তো কিছুই নাই,
টাকার খেলায় দুঃখ কষ্ট,সব যে ভুলে যাই।
মানুষ আপন টাকা পর,এটা কথার কথা
পকেট খালি থাকলে পরে,মনে লাগে ব্যথা।
সত্যি কথা বলতে আমার,বড়ই ভালো লাগে
রক্ত ধারায় ভুবন এখন,তাও টাকার ভাগে।
চাকরি পাওয়ার আগে তোমার,টাকার প্রয়োজন,
চাকরি না পেলে পরে,দুঃখে ভরে মন।
সব কিছুতেই টাকার খেলা,হবে না কিছুই আজ,
টাকার খোঁজে সবাই ঘুরি,এটাই মোদের কাজ। সততা গেছে বাপের বাড়ি,লোভের সীমা নাই,
টাকার ত্বরে রাত্রে এখোন,ঘুম আসে না তাই।
ধনী গরিব সবাই এখোন,বুঝি টাকার গন্ধ
ভালোবাসার মাঝে টাকা,লাগায় এখন দন্দ। গোলাপ ফুলের গন্ধ নাই,আছে টাকার গন্ধ,
কেউ সুধায় না তোমায় এখোন,তোমার ভালোমন্দ।
কথায় যাবে তুমি এখোন,টাকা পিছু ছাড়বে না,
প্রাণ বায়ুও চলে যাবে,টাকার নেশা যাবে না।
টাকায় আছে কিসের মায়া,আছে কি নিকোটিন?
টাকার জন্য শরীর ভাঙা,ঘুরি সারাদিন।
পূজা হবে চাঁদা চাই,বাজেট একটু বেশী
বালক ভোজন হবে এবার,মনযে উদাসী।
খাচ্ছে টাকা গাড়ির চাকা,মন করে চঞ্চল,
আইন কানুন ছেড়ে তুই, টাকার কথা বল।
টাকা থাকলে আইন আছে,জীবন চলে ছন্দে
না থাকলে জানবে তুমি,বাজ পড়েছে স্কন্ধে।
এই সবেতেও একটি কথা,যানা দরকার,
আমজনতাই হলোরে ভাই,টাকার সরকার ।