তোমার ছায়ার আচ্ছাদনে,বেঁধেছি আমি ঘর,
তোমার বর্ষণে,ভীজেছে আমার,সদাই কলেবর
ওগো রঙিন মেঘের খেলায়,তোমার উড়ে চলা,
সাগরের লাজুক উচ্ছাসে,তোমার মধুর কথা বলা।
তোমার নরম পায়ের স্পর্শে,সৈকতে আশে ঢেউ,
আমি যখন অন্ধ ছিলাম,ছিল না পাশে কেউ।
তোমার আলোতে,দেখেছি আমি,নতুন ধরাতল
মনের কথা না বুঝে তুই,কাঁদাস কেন বল?
চোখের আলোর উৎসবে আজ,তুইতো নাইরে
সুখের মাঝারে দু:খ কাঁদে, বর্ষিত  বাহিরে।
তবু তুমি,বেঁধেছো আমার প্রাণ,সুরভি বাঁধনে
তোমার ছায়াময়ে পূর্ণ আমি,কোন সাধনে?
আঁচলা ভরে ফুলের সুভাষ, দাও ভরিয়ে দাও
আমার কাছে কিসের আশা,কি তুমি আজ চাও?
গোলাপ গাছের কাঁটা আমি,সবাই ব্যথা পাই,
তোমার কাছে আজকে আমার,কিছুই দাবি  নাই।
আমি কেবল বাঁশরি বাজাই,গলিত বসন্তের
তোমার ঐ চলে যাওয়ার পথে,সুদূর্ দিগন্তের।
চাঁদের রুপোলী আলোকে,ভরেছে হৃদয় তব্
তোমার মাঝারে সদাই আমি ছায়াময় হয়ে রব্। আমি আছি,তোমারই আছি,থাকবো পাশে পাশে,
তাকে ছাড়া বাঁচা যায়,যে আমায় ভালোবাসে?