তোমার আমার এই মিথষ্ক্রিয়া নিন্দুকের গায়ে সহে না!
তাই দূরে দূরেই থাকি,
নিন্দুকেরে জলকপাট দিয়ে রাখি,
কলঙ্কে যেন না পোড়ে অঙ্গখানি; অন্য কোন মোহে না।


আমি তোমার পথে হইনা রওয়ানা,
এতোগুলো চোখ, অরুপ দেহ-বল্কলে ঘেরা মানুষের নিশ্বাস,
কিছুই গায়ে মাখি না, সেই নিন্দুকের অঞ্চলে দেহ জুড়াইনা।
তোমার মুক্তির গঙ্গায় আমার বাসনার সমর্পণ করি স্বেচ্ছায়
অন্য কোন ভয়ে না, এই মিথষ্ক্রিয়া নিন্দুকের গায়ে সহে না!


একদিন ফিরবো জেনো বাঁধনহারা,
সে নিন্দুকের অঞ্চলে, ঘুরে বেড়াবো মোরা উদ্ধত বুনোহাঁস!
যেদিন সময় হবে ফের, সম্মুখে ছড়াবো আকুলিবিকুলি ঢের।
জ্বলে উঠবে সমস্ত আগ্নেয়গিরি প্রণয়হীন মৃত শহরতলী-তে
শুধু প্রেমে, দ্রোহে না; সে মিথষ্ক্রিয়া নিন্দুকের গায়ে সহে না!


দূরত্বের বিণা সখি ঘুম জাগানিয়া,
একদিন হবেই হবে নিন্দাচলে মিথষ্ক্রিয়া!