মনে করো কোন এক ঝিলের ধারে
তুমি আমার অধর্মের বিংশতি গুনছো,
পাই পাই হিসেব করে।
আর ঠিক সে সময়ই আমি
পায়ের বুড়ো আঙ্গুলে পিষ্ট করছি
কোন এক অপাপবিদ্ধ পিঁপড়াকে!
আমার হাতের চুমুকে চীর্ণ হচ্ছে
কোন মৌনী গুল্মের পাতা!
অদূরে চটপটে এক পানকৌড়ির
কচুরিপানার উপর ডানা ঝাঁপটানো দেখে,
মাটি পোড়া এক খণ্ড ইট
তার উপান্ত ছুঁড়ে মারছি নির্বিকল্পে, অবিচল।
চেয়ে দেখছো আমার হাতেই হনন হচ্ছে
শান্ত বিহঙ্গের স্বাচ্ছন্দ্য।
তুমি হয়তো আমায় কিছুই বলবে না
তুমি হয়তো আজ বাধাও দেবে না,
আজ তোমার কাছে অধর্মই যে মুখ্য
জলে ডুবে যাক পানকৌড়ির স্বাধীনতা!