হাতে নিয়েছ ধ্বংস ধ্বজা,তোমার কি খুব বিনাশে মজা
করেছো মদের কব্জা বাসা,শুনে দেখেছো মদের ভাষা
মাছের ঘরে শব ফেলেছ,আকাশে ঘৃণ্য জাল মেলেছ
বসন্ত টা  গেছে মরে,বন দিয়েছ  ক্ষুদ্র করে
পাহাড় কাটছ  মনটা ভরে,কি যেনো সব শিল্প গড়ে
যে কোলেতে পালন হলি,এখন সেটাই দিবি বলি?
বুঝরে ভাই মায়ের কথা, সুনামি আর ঝড়ের ব্যাথা
ভাব্বিনা তুই মদের কথা,লোভ টাজে তোর সার্থে গাঁথা।
বলতে এখন নাইকো মানা,মানবোনা তুমি মায়ের ছানা।
মানুষ তোমার কোথায় বাড়ি, কেনো দিয়েছ পৃথিবী পাড়ি।