সতর্কতা জানাচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয় আসছে তেড়ে বিপদ,
কঙ্কালসার দেহে সঞ্চিত করে শক্তি
প্রস্তুত অসাড় রিক্ত হস্ত করতে প্রতিরোধ।


বুঝিয়ে পেতে পূর্বপুরুষের ঘামে গড়া সম্পদের দাম,
পুঁজিবাদের দেওয়ালে রক্তে লেখা শ্রমিক বিদ্রোহীর নাম;
যে ঘরে তরুনী হারিয়ে ইজ্জত কুড়িয়েছে বদনাম,
রেড করে দাও সেই ঘরটা বন্ধ করো প্রমাণ লোপাট চুনকাম;
চল্লিশ বছরের প্রতিশোধ নিতে চাই।


অর্থের গাইতি চালিয়ে প্রতিবাদীর যে হাত ভেঙ্গে দিয়েছিলে,
সেই হাতেই তোমাদের গোল টেবিল আলোচনা ভেস্তে দিবো
লাথি-ঘুষি-কিলে;
নীরহ গরীবের প্রচেষ্টার কাছে বিওবানের ক্ষমতা দুর্বল,
জারি-জুরি ফাঁস হয়ে গেছে লম্পটের দল!
ক্ষান্ত দাও নারীর বস্ত্র হরণ ভালো মানুষের ছল,
অর্ধমৃত প্রতিবাদী ফিরিয়ে দে বোনের ইজ্জত।


ফুটপাতে আমরা ঘুমাই ক্ষুধায় রাত কাটে নির্ঘুম,
তোমরা সাঁজানো মঞ্চে মন ভোলানো বক্তব্য দাও,
আমরা অধিকার চাইলেই গুম!
আমাদের সন্তানেরা অশিক্ষিত হয়ে, ইট ভাঙ্গে, হচ্ছে টোকাই, টানছে মাল;
প্রাপ্য মুল্য দাও তাদের যাদের তুলছো ছাল,
অধিকারের ক্ষোভ নিয়ে প্রতিবাদী ফিরে এসেছে সাধু সাবধান।