প্রিয়তমা,
তোমায় পক্ককেশে কেমন দেখায় এখন?
শিমুল তুলো নাকি শুভ্র কাঁশবন?
অনঙ্গ আঁখি ক্রন্দন করে না বুঝি আর-
আমার শোকে,
অজ্ঞাত স্বপনে নিদ্রা না খন্ডে রাত গভীরে-
ঊষার ভোরে;
আমি চেয়ে দেখি শুন্য সরণি, তুমি আসোনা কভু চুনরিপদে!


ফুসরত পাও কি বিবাদ করার সমন্নত দালানে?
অশ্মতে মাথা ঠুকে পেলব পরাণ করেনা চিৎকার অকারনে?
বুকের ভিতরে বাড়ছে পাতক,
বিদিষ্ট অভ্যাসে মোর কাটে বারোমাস;
সহজ প্রবৃত্তি অজ্ঞাত লাশ।


উপেক্ষা করে কি পুত্র-দুহিতা?
ছিলে তো বরের তুমি প্রাণপ্রিয় বনিতা!
ফলপ্রদ উক্তি সব রেখো স্মরণে
সৌভাগ্য সব পাবে কাছাকাছি মরনে,
আমার জীবনও সমাপনের পথে
আটকে আসছে দম;
নিকেতন আমার এখন বৃদ্ধাশ্রম।