ছোটো মুখে চিবুক আঁকা
আঙুল দিয়ে ঠোঁট ধরে
তুমি এক কিশোরী বধূ
দাঁড়িয়ে প্রাচীর ঢাল করে।


দাও ঠিকানা তোমার সখার
তাও যদি সে রাগ করে
টানা চোখে প্রেমের নেশায়
বাঁধবে সখী তাক করে


আধো পরশে আদ্দেক ঘুম
মলিন কাঁথায় একলা নিশি
সখী তোমার মন ভরে না
সখা তোমার নিরুদ্দেশী


ঘুঁটে দিতে গোবরমাখা
হাতগুলো আজ সরছে না
ঐ রূপসী গ্রামের বধূ
মন মেলেছে উড়ান ডানা


ধূম ছুটেছে জ্বর কপালে
কোন বদ্দি পারবে না
তোমার সখা কোন সূদুরে
তার ঠিকানা জানো না


আজ সকালে স্ত্বব্ধ হল
অনিমেষে পথ চাওয়া
অসার আঙুল চিবুক পাশে
সাঙ্গ সংসারের মায়া।