তোমার জন্য সবটা পারি, একটা ভাঙা দরজা
তোমার জন্য দিচ্ছি দেখ জানালায় টেনে পরদা।
তুমি তো আছো কাছে পিঠে— প্রতীক্ষাটা বাঁশির মেঠো সুর
তোমাকে চেয়েছি সকাল সকাল দিগন্ত বিদূর
এখন তোমার ইচ্ছে —কারন ঐ দরজাটা বন্ধ
এখন তুমি রাখতেও পারো তোমার দু’চোখে সন্দ।


আমি কিছু বলব না ভেবে
আজও একটা দিন—


তুমি কাজ ছাড়ো নি তো
যে কাজ নিত্যদিন।


আমি এক অকাজ বালক হয়ত খড়ি আঁকি
তোমার বলা কথার মালা শব্দ চালাকি।