বেনামী আমি এই বিশ্ব মাঝে,
হয়ে গেছি বিলীন যেন বিবিধ সাজে।
আমি অধরা,অনেক হয়ে তোমাতে বাঁচি,
আমি গগন-ধরায় আর শূন্যে আছি।
আমি আমাতে মগন হয়ে করি বিচরণ,
আমি কারন অকারন, আমিই জীবন মরণ।
আমি ঘোর আঁধারের প্রদীপ খানি,
আমিই দীপ্ত চারিদিকে আঁধার হানি।
আমি নিরাশার বুকে আনি বাঁচবার বল,
আমি আশাবাদী তোমাকে করি যে বিকল।
আমি হৃদয় গহীন হতে করুণা ঝরাই,
আমি এ মন পাষাণ করি জীবনে জড়াই।


যদি মরণ মরমে ভরে দুখ দরিয়া,
আমি সুখের জীবন তরী তাহাতে ভাসাই।


আমি ঘোর আঁধারের প্রদীপ খানি,
আমিই দীপ্ত চারিদিকে আঁধার হানি।
আমি নিরাশার বুকে আনি বাঁচবার বল,
আমি আশাবাদী তোমাকে করি যে বিকল।


যদিও না ডাকো আমাকে তুমি, পূর্ণ করি যে তোমাকে আমি।
কত না মিথ্যা কিনেছো তুমি, আপন তরে ও জীবন ভূমি,
জীবনের এই মহৎ পথে অবিকল অবিচল হতে,
আমি দিয়েছি তোমাকে যে হৃদয় খানি,
আর দিয়েছি তাহাতে দেখো নীরব বাণী,
সেই বাণী আজও বাজে স্পন্দন হয়ে,  
জীবন আর মরণের বন্ধন হয়ে।


আমি ঘোর আঁধারের প্রদীপ খানি,
আমিই দীপ্ত চারিদিকে আঁধার হানি।
আমি নিরাশার বুকে আনি বাঁচবার বল,
আমি আশাবাদী তোমাকে করি যে বিকল।