আপনার জন‌্য পৃথিবীতে সব‌ই কম।
কিছু তো আছে,
ইহা ঠিক যে কিছু নাই-
তাহার জন‍‌্য যাহা আছে- তাহাকে অস্বীকার করা চলে না।
এ বল যে উহা পর্যাপ্ত নয়।
আমি জ্ঞাত তোমার মনের বেদনা।
তবে এ ভুবন প্রতিদান দেয়, কারন খোঁজে,
সহসায় বিনা কারণে দান করে না।
একটু সুখের জন্য একটু সুখ দিতে হয়।
অনেকটা সুখ পেতে অনেকটা সুখ দিতে হয়।
তবেই সে কারন পাবে আর অনেকটা ত্যাগ করবে তোমার জন্য।
ইহা প্রকৃতির নির্দয়তা নয়, ইহাই নিয়ম।
প্রসঙ্গত, এ নিয়ম অন্যভাবেও চলে-  
বেদনার পরিবর্তে বেদনা।


তবে,আমরা এ জ্ঞানকে সুখ আনয়ন করতে
ব্যবহার করতে পারি।