তুমি দিবে কী এ হাত, আমার হাতে?
চলবে কি পথ, আমার সাথে?
আধার রাতে, এই ধরাতে,
জ্বালবে জীবন-প্রদীপ খানি?
আপন হাতে, আমার সাথে?
আপন হতে নয় গো সখি!
সুখের লাগি নয়,
দুঃখ ক্ষয়ের যাত্রী এ জন,
আশাহীন অনুনয়-
তুমি দাও মোর সাথ!
হও মোর সাথী!
আমরা ভুবন আলোয় ভরাবো!
নিশিথ শেষে নতুন প্রভাতী,
যেমন আশা নিয়ে আসে
নিরাশ মনে ; ভাষা দিয়ে যায়
নিরব ক্ষণে ; হাসিতে ভরায় প্রাণ।
আমরাও ঠিক জনে-জনে আর দিকে-দিকে হারাবো!
জীবনের সাথে জীবন জুড়বো, জীবন করে গো দান!
মরণ ভূমিতে জীবনের বীজ বপন করবো মোরা,
সৃজন করবো বিনাশ-বিশ্বে সৃষ্টির শুকতারা।
সেই তারা হবে শত পথিকের পথ মুক্তির পথ,
শত হৃদয়ের কত বেদনার কত মিথ্যার সৎ।
তুমি দিবে কী আমার সাথ?
হবে কি আমার সাথী?
রবে কি আমার সাথে?
জীবনের বাকি পথে?
শুধু দিতে আর দিতে?
আপন করতে পর?
লড়তে জীবন ভর, মনের সাথে?
মরতে চিরতর, সত্যের সাথে?
যদি পারো তবে কথা দিলাম-
আকাশের সেই তোমার নামের শুকতারাটা নিভবে না কোনদিন।