আমার শ্রবণ শক্তি কেড়ে নাও হে শান্ত,
যেন তোমার নিরব বাণী পাই।
আমার চোখের জ্যোতি কেড়ে নাও হে নিরাকার,
যেন তোমার রুপ দেখি।
আমার বাকশক্তি কেড়ে নাও হে সর্বজ্ঞ,
যেন তোমার ভাষা বলি।
আমার ঘ্রাণশক্তি, স্পর্শ শক্তি কেরে নাও, হে একাগ্র,
যেন তোমাতেই স্থিত হয়ে যাই।
আমার থেকে আমিত্ব কেড়ে নাও হে সত্য,
যেন তোমার দাস হয়েই বাঁচি।
আমার অস্তিত্বই মিটিয়ে দিও হে মুক্তিদাতা,
যেন তোমাতেই বিচরণ করি।
দয়াময়, এই অনেকের মাঝে আর না রাখিও,
যদি শুন্য ছিলাম, আবার শুন্য করিও।