শেষ রাতের নিশ্চুপ আকাশে
কথা বলেছিল ভোরের পাখিরা।
আমি কিছু বুঝতে চেয়েছিলাম,
পারিনি হয়তো করতে উদ্ধার
দুর্বোধ্য লিপির প্রাচীন ভাষা!
সহসা কালো মেঘে আচ্ছাদিত
গহীন হৃদয়ের বিষন্ন আকাশ।
সাদা রঙের ক্যানভাসে আঁকা
সাতটি রঙের বিচ্ছিন্ন সুখেরা।
এখানেই ক্রমাগত খুঁজে চলেছি
প্রবহমান নদীর স্রোতের ধারা।
মেটানো যাবে কি সূর্যের তৃষ্ণা?
ভরদুপুরে তপ্ত মাঠে দাঁড়িয়ে আছি।
এক পশলা সঞ্জীবনী বৃষ্টির আদর,
নিছক আবেগী কোন এক সন্ধ্যায়;
দু'হাতের স্পর্শে গায়ে মাখবো বলে।