গভীর নিশির ঝুম বৃষ্টি
সহসা পড়ল আমার দেহে
ভিজে গেল বিছানার মাঠ।
তবুও আমি ভিজিনা।
খুঁজে যাই অন্য
জীবনের এ সময়ে,
তোমার সেই বৃষ্টির স্পর্শে
সুখী হওয়ার মোহে।
অথচ ওই মায়াবী চোখে
ঘৃণার বিকিরণ দেখে,
অদৃশ্য ছায়ার মত
লুকিয়ে যাই আমি।
দু গ্রহে যখন আজ দুজন
জীবনের স্রোত তখন
হয়ে গেছে পৃথক ভীষণ।