পেরিয়ে গেছে অনেকটা প্রহর
এখনও রয়েছে অনেক বাকি!
ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টির শীতল ফোঁটা
সারা শরীরে এসে যেন কিছু বলছে!
তুমি কি বোঝো সেই প্রশান্তির বাণী?
পৃথিবীর সব জঞ্জাল মুছে ফেলে
কে কখন লিখেছিল নতুন আশার কাব্য?
তবে কি সময় এভাবেই চলে যাবে!
আটকে দাও ক্ষয়িষ্ণু হৃদয়ের অশনি সংকেত
আঁধার ভেদ করে আনো আলোর ফোয়ারা।
জ্বলে ওঠো ঐ দূর আকাশের
সর্বদা দীপ্যমান তারার মতো।
ভেঙে দাও জড়তা, স্বপ্ন করো সত্যি!
দু'চোখ মেলে তাকাও
গাও জীবনের গান।
আমি, তুমি কিংবা সকলে মিলে
শুনবো তোমার জীবনের গল্প।
হাত বাড়িয়ে দিয়েছে যে জন
ধরো তার হাত!
হয়তো কিছু পাবে নয়তো পাবেনা!
তবু থেমে থেকো না।
হেঁটে যাও ঐ দূর পথ ধরে
যতটা যেতে পারো ঘুমিয়ে পড়ার আগে।