উড়ে যাই আজ ঝড়ো বাতাসের টানে
হঠাৎ কেঁপে ওঠে যেন দেহের ভেতরে!
কৃষ্ণচূড়ার বনে সেই ক্ষণের মুহূর্তে।
মাটিতে পড়ে থাকা লাল একটি ফুল হাতে নিয়ে
আনমনে ভাবতে থাকি বলে যাওয়া কিছু কথা,
কিছু ব্যথা, একান্ত নিভৃতে পাওয়া কোন সান্ত্বনা।
ঘুমের দেশে স্বপ্নময় খামখেয়ালি ভাবনা
মাথার ভেতর এলোমেলো করে দেয়।
যদিও তোমার কথার শব্দেরা;
সৃষ্টি করেছে সৌন্দর্যের তীব্র আকর্ষণ!
আমি ক্ষণিকের মোহে তাকিয়ে থাকি ও
আড়চোখে তোমায় দেখার চেষ্টা করি।
তারচেয়ে বরং মাঝরাতের অনুভবে তুমি থাকো
আমায় মিশিয়ে কল্পনার রঙে ইচ্ছেমতো,
ভোর অবধি তোমার মতো করে ;
আমার ছবি আঁকো।