হতাশ হৃদয়ের বিবর্ণ নিহারিকায়
আপন কক্ষপথ খুঁজে নেয়,
ঘুমন্ত মানুষের চিৎকার করে
গেয়ে ওঠা অন্য এক জীবনের  
অচেতন দেহের গান।
কতগুলো বছর পেরিয়ে
যুগ থেকে যুগান্তরে
হাতছানি দিয়ে ডাকে
তেপান্তরের মাঠে।
নতুন করে বলা কথাগুলো কি
পুরনো সেসব প্রশ্নের উত্তর দিবে?
মনে হয়না, কারণ সেই
বিধ্বংসী সৌন্দর্যের আঘাত
ক্ষত-বিক্ষত করেছে,
পরাজিত না হওয়া
এক মুমূর্ষু প্রেমসত্তাকে।