প্রশ্ন করে দেখ মনকে
শিরিষের বনে যেদিন লেগেছিল
ফাগুনের রক্তিম আগুন
সেদিন তোমার কাছে জমানো
বৃষ্টিধারায় কি তা নিভিয়েছিলে?


নাকি আহত হৃদয়ের ক্ষতে
মৃতপ্রায় অভিযাত্রীকে অবহেলা করে,
দাম্ভিকতার সীমাহীন ঐশ্বর্য দিয়ে
বিষাদের সংক্রামক জ্বালানীতে
উপরন্তু ছারখার করেছিলে।


আপন প্রান্তরে যৌথ প্রযোজনায়
বাণিজ্যিক সিনেমা চিত্রায়িত করে
গড়ে তুললে তুমি উপনিবেশিক শাসন।
আমি যেন তোমার নির্বাক এক
হাততালি দেওয়া দ্রষ্টা সাধারন!


তুমি হেঁটে গেলে আনমনে
তৃষ্ণার্ত মুমূর্ষুকে হত্যা করে
এপিটাফের শ্বেতপাথরে
মিথ্যে সুখের প্রাসাদের মোহে
শেষ পেরেকটি ঠুঁকে দিয়ে।