প্রশ্ন যখন উত্তরের অপেক্ষায়
চারপাশ অন্বেষণ করছিল
সহসা আকাশ ঘন কালো মেঘের
চাঁদরে আচ্ছাদিত হয়ে গেল।
প্রকৃতি তখন আলো আর আঁধারের
মায়াবী এক বর্ণ ধারণ করলো।
শীতল ঝড়ো বাতাসের জলকণা
সঙ্গে নিয়ে যেন হঠাৎ তুমি এলে।
কি অপরুপ মোহনীয় লাগছিল!
তোমার চোখের কালো রঙ
প্রকৃতিতে মিশে যেন ক্ষণপ্রভার মত
ঝিলিক দিয়ে গেল।
তুমি বাঁকা ঠোঁটে স্মিত হাসি দিলে
আমি কিছুক্ষণ নিথর হয়ে রইলাম।
মুহূর্তেই আকাশ ভেঙে আবার
ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল।
আমি তখনও আশাহত না হয়ে
আশাবাদী হয়ে রইলাম।


নিরুত্তর প্রশ্ন (দ্বিতীয় পর্ব)