জীবনের গোপন কথার গল্পগুলো
কেউ কি কান পেতে শুনেছিল?
হয়তো শুনেছে অথবা শোনেনি
তবে কেন শুকনো বিবর্ণ ঘাসের উপর
অলস মেঘেরা নিরব কান্নার বৃষ্টি ঝরায়?
অব্যক্ত কথাগুলো যেন এ সময়
প্রাণ ফিরে পায় সেসব প্রশ্নের,
যেসব প্রশ্নের কোন উত্তর নেই।
অথচ চোখে ঘুম জড়ানো দৃষ্টিতে
স্পর্শ করে যাই অদৃশ্য সেই অস্তিত্ব।
বহুদূরে অজানা পথে হেঁটে চলা
আনমনে গান গাওয়ার ক্ষণে,
সিক্ততা খুঁজে পাওয়া দুটি হাতে।
বুঝে যাই একটি সময় হয়তো
ফুরিয়ে যাবে আবেগী সেই প্রহর
মিলিয়ে ধূসর এক বাস্তবতায়।