হতাশ হৃদয়ে নোঙর করে
কিছু বিক্ষুব্ধ ভাবনা
পায়না খুঁজে অতল সাগরের
তীরের কূল-কিনারা।
ক্ষয়িষ্ণু শক্তি পাঞ্জা লড়ে
দূর্বার গতিবেগে
ইচ্ছে শক্তিরা মাথাচাড়া দেয়
প্রবল আপনবেগে।
নির্ভীক অভিযাত্রী অদম্য ছুটে চলে
বাস্তবতার কঠিন যুদ্ধে
ভীষণ ব্যথা দেহের শিরা-উপশিরায়
নিয়ে সব হাসিমুখের উর্ধ্বে।
এতটুকু শক্তি আর অবশিষ্ট নেই
তবুও সে ছুটে চলে
গগন বিদারী আর্ত চিৎকারে
জীবনের কথা বলে।