অনুভবে যেন ভীষণ আর্দ্রতা
চারিদিকে ছড়িয়ে আছে শুধু
কথা না বলা তীব্র অনাবৃষ্টি।
অন্ধকার সত্তাকে প্রশ্ন করে
কিছু জমাট বাঁধা হিমশীতল
উত্তর খুঁজে পাওয়া যায়।
তবুও কি চলার পথে
উষ্ণতার ঝাপটা তোমার
শরীরে আঁছড়ে পড়ে?
ভাবনার ওপাশে যে বর্ণিল মেঘ
বজ্রপাত ঘটিয়ে রাতের প্রহরে
আমার ঘুম ভেঙে দিয়ে যায়,
সেটা কি অতীতের রুপ নিয়ে
আবার বর্তমানে কড়া নেড়ে
বিস্মৃত সময়ের অস্তিত্বের  
অবয়ব ধারণ করবে?
অথচ মনে হয় প্রিয়
কোন গানের সুর
মনের অজান্তে
বেজেই চলেছে।