আমার চারপাশের প্রিয় মুখগুলো যখন দেখি
অদ্ভুত এক প্রশান্তি মনের মাঝে প্রবাহিত হয়।
মেঘলা দিনে বৃষ্টির স্পর্শে ভেজা সবুজ পাতার
পাথর ছড়ানো পথে হেঁটে যাই ছাতাটি নিয়ে,
বাতাসের ঝাপটা আমার শরীরে এসে লাগে
কত কথা, কত স্মৃতি আনমনে ভাবতে থাকি।
প্রবহমান দিনগুলো যেন অবিরত কথা বলে,
আমাকে তাদের সুখ-দুখের একান্ত সারথি করে
আকাশের সাদা-কালো মেঘে বৃষ্টি হয়ে ঝরায়।
আমি পড়ে থাকি সমুদ্র তীরে, নদীর কিনারে
অথবা ঘুমের ঘোরে কোন এক পুকুর পাড়ে।
তাই আমার জীবনে দিন-রাত এভাবেই কাটুক
এই পৃথিবীর বুকে যে বেঁচে আছি এটাই সুখ!