আমিতো এখন আর বসে নেই
হেঁটে চলে গিয়েছি হেমন্তের মাঠে
দূরে বহুদূরে নীল সমুদ্রের তীরে।
অলিখিত দিক-নির্দেশনা যখন
মনের দুয়ারে কড়া নেড়ে
মনে করিয়ে দেয় কিছু বিক্ষিপ্ত অনুভূতি।
শত চেষ্টা করেও নিবৃত করতে না পেরে,
থরথর করে কেঁপে ওঠে হৃৎপিন্ডের গভীরে
রক্তনালীর ব্যথিত শিরা-উপশিরা।
জীবিত কিন্তু প্রাণহীন দেহে এঁকে চলেছি
ব্যস্ত শহরের রাজপথে অব্যক্ত কষ্টের
সাতটি রঙের আলপনা।