বাতাসে মনে হয় পৈশাচিক ঘ্রাণ বিদ্যমান
সমসাময়িক পরিবেশে বিষাক্ত জীবাণু যেন
প্রাণীকূলের উপর লোলুপ দৃষ্টি ব্যাদান করছে ।
রক্ত চোষা পরজীবী হায়েনারা ঘাপটি মেরে
ওত পেতে আছে জীবন্ত শিকারের মোহে।
সারা দেহে ব্যথার পাহাড় নিয়ে বিছানায়
শুয়ে দিবানিশি বেঘোরে কাতরাতে থাকি।
প্রাণপণে চেষ্টা করেও শকুনী দৃষ্টি থেকে
রেহাই পাইনি বিষাক্ত জীবাণুর গ্রাস থেকে।
সৃষ্টিকর্তা ছাড়া কে আমাদের উদ্ধার করবে?
প্রভু, এই ঘোরতর বিপর্যয় থেকে তুমি ছাড়া
কে আমাদের সুস্থতার নিয়ামত দান করবে?
দয়া করে সবাইকে তোমার অনুগ্রহে ক্ষমা করে
সুস্থ-সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার সুযোগ দাও।


(দেহের ব্যথা নিয়ে নিদ্রাহীন চোখে লেখা)