নির্বাসিত কল্পনায় ভাসে সেই রাতের ক্ষণ,
বহিরঙ্গ অবয়ব অদেখা অনুভবে তুমিই দৃশ্যপট!
হৃদকম্পন বেড়ে যায় তোমার স্পর্শে!
ঘুমিয়ে থাকা আমি যাই স্বপ্নের দেশে।
আধো জাগ্রত চোখে সৌন্দর্য বিকিরণ!
ক্রমবর্ধমান আকর্ষণে হাতের আলোড়ন।
পেয়েও হারাই বারে বার যদি না জানো,
একসাথে মিশে আমায় আষ্টেপৃষ্টে বাধো।
দেখা যাচ্ছেনা তোমায় এই আবছা আলোতে
খুঁজে যাবো নিরবধি তোমায় অতল সাগরে,
যা ইচ্ছে ভাবতে পারো কি যায় আসে!
রাত আর বেশি নাই বোধ হয় এখনি সকাল হবে।
এভাবেই হয়তো মনের অজান্তে কল্পনাতে,
আবার আমি আসবো ফিরে তোমারই টানে।