কাটেনা এই ঘোর
দিবানিশি অবিরাম ছুটে চলা
কখন যে বন্ধ চোখে পেরিয়ে যায় ভোর।
ভাঙা হৃদয়ে অচেনা সুর তুলে যায়
কোন সে বিরহী প্রহর?
আমি কি জেনেছি উন্মোচিত রহস্য
তোমার ঐ বিকশিত সৌন্দর্যে?
স্বচ্ছ জলে মিলিয়ে বাতাসের টানে
তোমার ছায়া যেখানে ঢেউ খেলে।
এক ফোঁটা বৃষ্টি হাতের উপর
সৃষ্টি করে গেল দেহের মহাসাগর,
খুঁজে পাওয়া যাবে কি ঘুমের ঘোরে?
অতলে হারিয়ে যাওয়া সেই উত্তর।
তবে কেন মিছেমিছি শয়নে-স্বপনে
হাতছানি দিয়ে যায়,
আমাদের পৃথিবীর উল্টো পথে
চিরচেনা সেই ঘোর।