কখন যে দেখেছিলাম
হয়তো এক নিঝুম রাতে
কিংবা শিশির ভেজা ভোরে
অথবা কোন বিকেল বেলার শেষে।
অঙ্কুরিত অনুভূতির বাস্তব অবয়বে
শেষ রাতের নিয়ন্ত্রণহীন স্বপ্নঘুমে
দেখা দিয়েছিলে কার ইশারায়?
স্মৃতির এপিটাফের নামফলকে
নিথর আকর্ষণের লোহিত টানে
কাছে নিয়েছিলে ভোর সকালে।
আকষ্মিক ঘটনার নির্বাক স্পর্শ
মনের গহীনে এঁকে দিয়ে গেল
আমৃত্যু অসহনীয় কিছু প্রশ্ন যন্ত্রণা
অনেক বছর পরে হঠাৎ করে
সময় হলো মুখোমুখি দাঁড়াবার
সেই প্রশ্নের উত্তর অন্বেষণে,
যদিও যায়নি পাওয়া কোন উত্তর
হয়তো চেনা তবুও অচেনা চোখে
জমাট বাঁধা ঘৃণা অথবা
ইচ্ছে করে এড়িয়ে যাওয়া
অকাল মৃত্যু ঘটা প্রশ্নটির।