শেষ রাতের আলো আঁধারে
পূণ্যময় শান্তির পরশে
ভেসে আসে তোমার বাণী
ও আমার প্রভু,
আমি তোমারই ধ্বণি শুনি।


দেহের ব্যথা মনে লাগেনা
তোমার ধ্যানে আমি
অনুভবে তাই মিশে আছো
আমারই অন্তর্যামী।


আমি পাপী তোমার আদালতে
করেছি কতনা ভুল!
একান্ত অনুগ্রহে ক্ষমা চাই
সেই ভুলেরই মাশুল।


প্রার্থনা আমার তোমার কাছে
চিনতে যেন পারি
এই পৃথিবীতে আমারই স্বপ্নের
কাঙ্ক্ষিত স্বর্গের সিঁড়ি।