নিথর হয়ে পড়ে থাকে কিছু যন্ত্রাংশের ধ্বনি
বিমূঢ় হয়ে ভাবতে থাকা আষাঢ়ে গল্প শুনি।
হতবাক দৃষ্টি আকর্ষণ করে নির্বাচিত কিছু গান
খোলা মাঠে কালো বৃষ্টি ঝরে জীবনের আহবান।


আমি হেঁটে যাই জলের উপর তোমার স্পর্শ নিতে
আধো ঘুমে জেগে উঠে তুমি সহাস্যে ফাঁকি দিলে।
এ যেন তপ্ত মরুতে নোঙর করা মরিচীকার হাসি
দেহের পঙক্তিতে অলংকৃত মহার্ঘ যদিও ভালোবাসি।


তবুও তোমার মোহনীয় বিকিরণ আক্রান্ত হৃদরোগে
রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত করে অনুভূতির দেয়ালে।
পিপাসার্ত বুক সাঁতরে চলে অথৈ নোনা জলে
সতর্ক সংকেতে আসো যদি প্রবল জলোচ্ছ্বাসে।