মহাকালের গর্ভে ধারণ করে চলেছ
হে মোদের ভবিষ্যতের কান্ডারি,
নির্মাণ করতে উন্নত পৃথিবী
তাই কি ছোট্ট দুটি কোমল হাতে
তুলে নিয়েছ শাবল-হাতুড়ি!
কি গড়ে চলেছ তুমি?
আপন জন্মদাতা-দাত্রীর হয়ে সহযোগী।
খেয়েছ কি দুপুরে তোমার প্রিয় খাবারটি?
নাকি নিষ্ঠুর বাস্তবতার কষাঘাতে
অভিমানে নিয়েছ আড়ি।
কতইবা হবে বয়স তোমার
পাঁচ, ছয় কিংবা সাত!
অথচ দেখে হয়না মনে
ইট ভাঙার দুটি শ্রমিক হাত!
এসব দেখেও না দেখার ভান করে
তারা ভাবে এটাই তোমার কাজ,
অথচ তোমার ওই  নিষ্পাপ হাতেই
স্বপ্ন দেখে সুন্দর পৃথিবীর
আছে কি তাদের লাজ?