এ যেন শুধুই অস্থিরতা!
মনের ভেতর অবিরাম যুদ্ধ চলে
আছি আমি কোন জগতে?
ক্ষয়িষ্ণু জনপদের বিধ্বস্ত মানবতা;
ক্রমশ যেখানে মুমূর্ষু প্রায়!
সেখানেই কালো নৃত্য করে
পৈশাচিক উল্লাস জানায়,
মানুষ নামের অমানুষের বেশে
একদল বীভৎস নরখাদক!
অথচ কখনো কি তারা ভেবে দেখেছে
প্রকৃতির প্রতিশোধের নিষ্ঠুর নিয়ামক?
গভীর রাতের ঘোর অমানিশায়
ব্যথার কাব্য রচিত হয়।
তেমনি ভোর সকালের সূর্যস্নানে
জীবনের কাব্য রচিত হয়।