পড়ন্ত বিকেলের শেষ আলোতে
চারিদিকে শব্দের কোলাহল আর
ব্যস্ত জীবনের প্রাত্যহিক স্রোতে,
অবিরত অন্বেষণে হঠাৎ দৃশ্যমান  
অপরুপ চোখের সেই মায়াবী মুখ।


তোমার উষ্ণতা হাত দিয়ে ছুঁয়ে দেখা
তোমার মনের অস্তিত্ব অনুভব করা
তপ্ত ভূমিতে যেন সুখের হঠাৎ বৃষ্টি,
তোমার নিয়ত অনুপস্থিতি চারপাশে
করে দিয়েছে দীর্ঘ ধূসর অনাসৃষ্টি।


হয়তোবা তোমার-আমার একত্র বাস
বাস্তবে পারবেনা দিতে দৃঢ় আশ্বাস
তবে কি আমাদের পথচলা স্বপ্নদেশে,
যেখানে তুমি হাত বাড়িয়ে দিতে চাও
আমার চোখের অশ্রুজল মুছে দিতে।