এই সেই ক্ষণ!
দেহের গভীরে অনুরণন,
ভীষণ গতিতে এগিয়ে চলা
কোন সে বিরহী জন?
সূর্যের কাছে জমা আছে
জীবনের অমোঘ সত্যের উপলব্ধি।
পুড়ে ছাই হয়না, আজন্ম জ্বলতে থাকে
নিরাসক্ত হৃদয়ের অদৃশ্য অশ্রুজল।
এখন মুমূর্ষু শুধু মানবতার মানপত্র
পারমাণবিক বিস্ফোরণে ক্ষয়িষ্ণু,
ঘুণে ধরা মনের অব্যক্ত শ্লোক।
স্তম্ভিত চিত্তে সৌরভ ছড়ানো
স্রোতস্বিনীর রূপে বিমোহিত
জোছনার বিপ্রতীপ কোণে
ভেসে চলা আমি।