তবুও বিক্ষিপ্ত চিন্তা ভাবনা
মাথায় ঘুরপাক খাচ্ছে,
কিছুতেই এড়ানো যাচ্ছেনা।
এ যেন পর্বতাকার
এক বিশাল দেয়াল
সর্বশক্তি দিয়ে স্থানচ্যুত
করার অপচেষ্টা মাত্র।
জানি নড়বেনা একচুল!
অথচ বৃথা চেষ্টা করা
যেন এক মস্তবড় ভুল।
সেজন্য জীবনের গতিপথ কি
কখনও থেমে ছিল?
না থামেনি! বরং আরও
দূরন্ত গতিতে এগিয়ে গেছে।
ব্যথাময় পায়ে, আহত শরীরে।
কারণ এখানেই পথিক দেখেছে
জীবনের আসল স্বার্থকতা।