আহারে কি অপরুপ!
তার চোখের চাহনি,
যা দেখে অবোধ আমি
দিশেহারা হই।
সন্ধ্যার আলো-আঁধারিতে,
ক্রমশ তীব্রতর
বিমোহিত টানে,  
সহসা অপসৃয়মাণ রুপের
ঝিলিক দেখিয়ে;
মুহূর্তেই আমায়
করে দিল ছিন্নভিন্ন!
সময়ের এক পলকের
কিছু বেশিক্ষণ,
ঐ মুহূর্তময়ী -
নয়ন জোড়া দিয়ে
আমায় পর্যবেক্ষণ করছিলো।
আমিও সেই দৃষ্টিতে
নিথর হয়ে রইলাম।।
জাগতিক সময়ের স্রোতে
মুহূর্তেই তাকে হারালাম,
আবার কবে পাব দেখা?
অতঃপর আমার
বেলা কেটে যায়,
পুনশ্চ স্বপ্ন দেখার খেলায়।