আমার অসাড় হয়ে আসা জাগতিক অনুভূতি
        পৃথিবীর নির্লিপ্ত বাস্তবতার স্বপ্নবাজ ভঙ্গিতে
আশার সঞ্চার করেনা জেগে থাকা সময়ে
         কিংবা ঘুমে বিভোর এক অবচেতন মুহূর্তে।
যত চেষ্টাই করি যুগ থেকে যুগান্তরে
         নির্মাণ করতে কাল্পনিক স্বপ্নের পৃথিবী,
প্রতিনিয়ত বিপর্যয় এই সুন্দর পরিবেশে
         আহত করে চলেছে ক্রমাগত হৃদয় মন্দিরে।
কিছু অসৎ স্বার্থপরতার নিষ্ঠুর ছুরিকাঘাতে
         রক্তক্ষরণ হয়ে চলেছে আমার নির্মল প্রকৃতিতে!
যদি তুমি জানতে ইচ্ছে করে ধ্বংস করে চলেছো
         নিজের এবং ভবিষ্যত প্রজন্মের নিরাপদ আশ্রয়;
তবে ভুলেও তোমার সাজানো পরিবেশের
         ক্ষতি হওয়ার জন্য দিতে না কখনো প্রশ্রয়।