ব্যথার রাতে আঁধার ঘরে
আমার দেহের ব্যথা
যেন অতি প্রবল ঝড়ের মত
শক্তিশালী হয়ে উঠে।
এই অসুর সদৃশ ব্যথার সঙ্গে
আমার প্রাণপণ লড়াই চলে।
আমি সর্বশক্তি প্রয়োগ করেও
তার সঙ্গে যুদ্ধে পেরে উঠিনা।
তবুও আমি হাল ছাড়িনা।
ভীষণ ব্যথায় গগনবিদারী
চিৎকারে সর্বশেষ শক্তি দিয়ে
ব্যথার যুদ্ধে লড়তে থাকি।
এই অশুভ ব্যথাকে আমার
পরাজিত করতে হবেই!
আমার ব্যথা, আমার দেহে
অবিরত হাসে, চোখ রাঙায়।
আমার মনে, আমার দেহে,
আমার আপন, আমার ব্যথা।