আমি আজ কোন কাব্য লিখবো?
কালের আবর্তে আরেকটি
নতুন বছর এসে গেল!
প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব মেলাতে গিয়ে
হঠাৎ মনে পড়লো-
আমিতো স্বার্থপর হতে চাইনি।
চেয়েছিলাম প্রিয় কিছু মুখ নিয়ে সুখী হতে।
আসলে কখনও কি তা হতে পেরেছি?
প্রশ্ন মনে জাগে তবে সমস্যাটি কোথায় ছিল?
হয়তো কিছু ভুলের অথবা সঠিক সিদ্ধান্তের।
রাতের আকাশে দীপ্যমান তারার মতো
আমাদের বেঁচে থাকা,
সেখান থেকে কিছু তারা খসে পড়েছে!
আমরা বিষয়টি নিয়ন্ত্রণ করতে পারিনা।
শুধু চেয়ে দেখেছি মানুষের সুখ-দুঃখ।
বুকে কিসের একটি ব্যথা জমাট বেঁধে আছে
তবুও আমি জীবনের শেষ স্বপ্নটি
দেখে যেতে চাই ও
নতুন বছরকে স্বাগত জানাই।
আজ আর কিছু লিখতে পারছিনা।


(প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়েই একটি বছরের পথচলা। সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা নতুন বছর সবার জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। হ্যাপি নিউ ইয়ার ২০২২)