মনের সাথে যুদ্ধ চলে
ভীষণ আঁধারের মাঝে
এক অস্থির সময়ের।
নীল ছায়াপথের আঁড়ালে
দিকহীন চোখের ভাঁজেে,
কিংবা খসে পড়া কোন  
উল্কাপিণ্ডের তপ্ত দেহের
উষ্ণ হাতের ভাগ্য রেখায়।
হয়তোবা একদিন
থেমে যাবে মোদের
ক্ষয়িষ্ণু এ যুদ্ধ,
তবে রেখে যাবে
এড়াতে না পারা;
শেষ রাতের আকাশে
খুঁজে পাওয়া কিছু
রঙহীন স্মৃতিচিহ্ন।